গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪৮ ফিলিস্তিনি নিহত

অধিকৃত গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। সবাইকে স্থানান্তরিত হতে বলেছিল ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। রবিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

গাজায় হামাস পরিচালিত সরকারের দফতর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সারি লম্বা হয়েছে। চার হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক হাজার ৭৫৬ শিশু ও ৯৬৭ নারী রয়েছেন। ১৩ হাজার ৫৬১ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পূর্বে ইসরায়েলের কারাগারে পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি বন্দি ছিল। এখন বন্দি সংখ্যা বেড়ে ১০ হাজারের বেশি হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে অধিকৃত গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। যেখানে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ২৩ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *