
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে অবস্থিত বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানায় সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। জানা গেছে, কারখানার শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকজন সদস্যকে শোকজ নোটিশ প্রদানকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শ্রমিক নির্যাতন করে আসছেন। তাদের ঘনিষ্ঠ মহল দাবি করছে, তারা আওয়ামী লীগের সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রমিক লীগের প্রভাবশালী কয়েকজন নেতাকে নিয়ে কারখানায় একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাফাতুর চৌধুরী, হাবিব মিয়া, মমতাজ ও সাখাওয়াত খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সক্রিয় কর্মীরা।
বিগত ৩১ জুলাই ২০২৫ তারিখে জাতীয় শ্রমিক লীগের প্যাডে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। ওই সভায় বাঁধা দেওয়ার ঘটনায় শ্রমিক লীগের ক্যাডার গ্রুপ লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের ৭ জন প্রতিষ্ঠাতা সদস্যকে শোকজ লেটার প্রদান করে।
এ ঘটনায় শ্রমিক মহলে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিকই মনে করছেন, শোকজ নোটিশের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের দমন করার চেষ্টা চলছে।
শ্রমিকরা অভিযোগ করেন, প্রশাসন এবং কারখানার কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে কারখানায় কর্মপরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ছে এবং শ্রমিক মহলে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।
স্থানীয় শ্রমিকরা আশাবাদ ব্যক্ত করেন, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে, নচেৎ শ্রমিক অসন্তোষ আরও ঘনীভূত হতে পারে।