
বিশ্বনাথ প্রতিনিধি:
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এম.এম. বাহাউদ্দিন এবং সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটি টাকার ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তিন সাংবাদিক সংগঠন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের সামনে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তারা মামলাটি দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান এবং বলেন—দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রানির ঘটনাগুলো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাংবাদিকরা সবসময় সত্য ও জনগণের স্বার্থে কাজ করেন, অথচ তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা করে ভয় দেখানো হচ্ছে। এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। যৌথ সঞ্চালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ।
এসময় বক্তব্য রাখেন—সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশ ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কামাল মুন্না, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, তজম্মুল আলী রাজু, এমআর টুনু তালুকদার, সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।
সভায় জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর ইনকিলাব-এ “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা: বিশ্বনাথে উত্তেজনা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ২৯ সেপ্টেম্বর খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের অ্যাডভোকেট শামীম আহমেদ ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন সম্পাদক বাহাউদ্দিন, প্রতিনিধি আব্দুস সালামসহ সাতজনের বিরুদ্ধে।
এর আগেও গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে তিন সংগঠনের যৌথ সভা থেকে মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয় এবং সাংবাদিকদের প্রতি হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি তোলা হয়।