
সেলিম মাহবুব :
কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমন (৫১)-কে গ্রেপ্তার করেছে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল রাজধানীর ধানমণ্ডি ৭ নং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের এই পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলে সূত্রটি উল্লেখ করেছে।
গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনীতি ও রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া পড়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটি নেতারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।