
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে থানা পুলিশের উদ্যোগে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
এছাড়া এসআই আখতারুজ্জামান, এসআই মোঃ রোমেন মিয়া এবং এএসআই মোঃ নাছির উদ্দিনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, হীরা মিয়া, হাফিজ আনসার উদ্দিন এবং ইউপি সদস্যা পলি দে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন,
“বিট পুলিশিং হলো পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি কার্যকর ব্যবস্থা। সমাজে অপরাধ দমন করতে হলে পুলিশের পাশাপাশি জনগণেরও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, ছাতকে চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।