
সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ)
নওগাঁর পোরশা উপজেলায় বান্ধুবীর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত (১০) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া রবিবার সকালে দিঘিপাড়া গ্রামে তার বান্ধুবীর বাড়িতে বেড়াতে যায়। দুপুরে শিশুটি তার বান্ধুবী ও কয়েকজন বন্ধু সঙ্গে পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় শিশুটি অজ্ঞাত কারণে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাঃ আরিফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।