
আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ফার্মেসী মালিককে ১৮,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে মধুপুরের লাউফুলা বাজার এবং চাপড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। লাউফুলা বাজারে মনির মেডিকেল হল, ইনান মেডিকেল হল ও জামাল মেডিকেল হল এবং চাপড়ী বাজারে সুধাংশু মেডিকেল হলের ফার্মেসী মালিকরা জরিমানার আওতায় পড়েন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিশিয়ানস স্যাম্পল হ্যান্ডলিংয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মোঃ আবু জাফর, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল। মোবাইল কোর্ট চলাকালে সহযোগিতা করে মধুপুর থানা পুলিশের একটি দল।
উপজেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম ও আইন অনুযায়ী জনগণকে সুরক্ষিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।