
এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় বাস্তব মহড়া প্রদর্শন করেন। তারা জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ কৌশল ও উদ্ধার কার্যক্রম现场 উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত এই মহড়ায় অংশগ্রহণকারীরা আগুন নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার কার্যক্রমের বিভিন্ন ধাপ বাস্তবভাবে প্রদর্শন করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। সভা পরিচালনা করেন উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মণ্ডল। বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী এবং টিম প্রধান মো. মোস্তাফিজুর রহমান কাজী প্রমুখ।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।