
আসিফ জিয়া মুন্না, নলছিটি প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়াচর স্কুলমাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেলে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম শরীফ, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ।
বক্তারা বলেন, দেশীয় প্রশাসন ও রাজনৈতিক কাঠামোর সংস্কার এখন সময়ের দাবি। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।