
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে। এ প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
রবিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
আমির আলী, যুগ্ম আহবায়ক, গাছা থানা যুবদল
সোবহান আহম্মেদ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক, গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল
হাজী সিরাজ, যুগ্ম আহবায়ক, গাছা থানা স্বেচ্ছাসেবক দল
শাকিল হোসেন জয়, আহবায়ক সদস্য, গাছা থানা স্বেচ্ছাসেবক দল
জিহাদুল ইসলাম সজিব, সাবেক সদস্য, ছাত্রদল গাজীপুর মহানগর
বাবলু, ৩৭ নং ওয়ার্ড বিএনপি
আলতাফ হোসেন আলতু, সহ-সভাপতি, ৩৭ নং ওয়ার্ড বিএনপি
গিয়া উদ্দিন, সদস্য, ৩৭ নং ওয়ার্ড বিএনপি
মেহেদী হাসান শিশির, যুগ্ম আহবায়ক, টঙ্গী সরকারি কলেজ স্বেচ্ছাসেবক দল
রাব্বি রাফি, যুগ্ম আহবায়ক, টঙ্গী সরকারি কলেজ স্বেচ্ছাসেবক দল

কুনিয়া ও তারগাছ এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির এই ৩১ দফা প্রচারণা ছড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় নেতারা জানান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এ ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হচ্ছে।