
সেলিম মাহবুব, ছাতক:
ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মহি’র মাতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
বুধবার (২২ অক্টোবর) রাতে তিনি ছাতক পৌরসভার তাতিকোনা গ্রামে জয়নাল আবেদিন মহি’র বাড়িতে গিয়ে মরহুমার পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, সাবেক পৌর কাউন্সিলর ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক হাজি সৈয়দ জুনেদ আহমেদ, যুবদল নেতা ফখরুল আলম, মজলু মিয়া, নোমান ইমদাদ কানন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন, যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাহেদ ইয়াসিন, ছাত্রদল নেতা শাওন আহমদ, মাহদি উল আলম, ইশতিয়াক আম্বিয়া রায়হান, তানভীর আহমেদ, মাহিন আহমেদ, গোলাম রাব্বি চৌধুরী সিফাতসহ আরও অনেকে।
মিলন বলেন, “মহি ভাইয়ের মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”