
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে পাঁচটি বিভাগের প্রস্তাবনা চেয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ইউজিসি দুটি বিভাগ অনুমোদন দেবে বলে জানা গেছে।
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউজিসির ৫৬তম সভায় নতুন বিভাগ চালুর প্রস্তাব আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহাসন স্বাক্ষরিত একটি চিঠি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউজিসির নির্ধারিত নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঁচটি সম্ভাব্য নতুন বিভাগের প্রস্তাবনা উপস্থাপনের জন্য বলা হয়েছে। পরবর্তীতে ইউজিসির পরিদর্শন দল বিভাগগুলোর অবকাঠামো, ল্যাবরেটরি, মানবসম্পদ ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে মূল্যায়ন করবে। দলের মতামতের ভিত্তিতে দুটি বিভাগকে চূড়ান্ত অনুমোদন প্রদান ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির অংশ হিসেবে নওগাঁয় প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে “নওগাঁ বিশ্ববিদ্যালয়” রাখে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হাছানাত আলী।