
শ্রীনগর, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় প্রবাসী মনির হোসেনের স্ত্রী বন্যা আক্তার (৩০) পলায়ন করেছেন। তিনি ছত্রভোগ গ্রামের মনির হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর সকালে বন্যা আক্তার স্বামী বাড়ি থেকে বের হয়ে ছয় বছরের ছেলে ইমনকে নিয়ে কোথায় গেছেন তা কাউকে জানাননি। বর্তমানে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, তিনি নগদ অর্থ, স্বর্ণালংকার এবং সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন।
ছয় বছরের ইমন ও তার বড় ভাই ইসরাফিল (১১) জানিয়েছেন, “মা ছোট ভাইকে নিয়ে চলে গেছে, কোথায় গেছে তা বলতে পারি না।”
মনির হোসেন জানিয়েছেন, তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে সংসার বাঁচানোর চেষ্টা করলেও তার স্ত্রী বন্যা আক্তার স্থানীয় প্রবাসী এমারত হোসেন ও সিরাজ ফকিরের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়ায় জড়িত ছিলেন। দেশে ফিরে তিনি গৃহবধূকে সংসার মেরামতের কথা বললেও বন্যা আক্তার ছেলেকে, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে কোথাও চলে যান।
বন্যা আক্তারের খালা হিরনা বেগম বলেন, “কিছুদিন আগে জানতে পারি আমার ভাগ্নী এমারতের সঙ্গে সম্পর্কের জড়িত। আমি এবং আমার দুই বোন তাকে সতর্ক ও গালমন্দ করি, কিন্তু স্বামী দেশে ফিরে আসার পরও বন্যা আক্তার কোনো কথা না বলে কোথাও চলে যায়।”
এ ঘটনায় মনির হোসেন শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার এসআই শাহীনুর বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”