
গলাচিপা উপজেলা প্রতিনিধিঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার নিয়মিত মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্র ঘোষিত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলমান দাওয়াতি মাসের কর্মসূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল রাখতে উপজেলা দায়িত্বশীলদের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন শাখায় সফর পরিচালনা এবং তারবিয়াতমূলক আলোচনা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নবীন সদস্যদের অংশগ্রহণে নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়।
এছাড়া, কেন্দ্রীয় তারবিয়াতে অংশগ্রহণের জন্য উপজেলা শাখা থেকে কর্মী প্রেরণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় গলাচিপা উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ ইসলাম উজায়েরকে উপজেলার জিম্মাদার তালিকা নবায়নের দায়িত্ব প্রদান করা হয়।
প্রত্যেক ইউনিয়ন শাখা থেকে দুজন করে মিডিয়া সমন্বয়ক মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে, অক্টোবর মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটি সংগ্রহের দায়িত্বও আহমাদুল্লাহ ইসলাম উজায়েরের ওপর অর্পণ করা হয়।
সভায় দায়িত্বশীল শিক্ষা বৈঠক এবং মাসিক সার্কুলার প্রেরণ কার্যক্রম নিয়েও সিদ্ধান্ত হয়। প্রতি মাসে ইউনিয়ন পর্যায়ে সার্কুলার প্রেরণের দায়িত্ব দেওয়া হয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রবিউল হাসানকে। আর মাসিক বৈঠকের সুষ্ঠু বাস্তবায়ন তদারকির দায়িত্বে থাকবেন সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ ইসলাম উজায়ের।
এছাড়া, কলেজ কমিটি পূর্ণাঙ্গ করা ও সদস্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এ এম রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এইচ এম রবিউল হাসানকে।