
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার চাঞ্চল্যকর এস এম জাহিদুল ইসলাম মিন্টু হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে মামলার পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার করে জননিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগেরহাট সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিন্টু হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি জিহাদ মোল্লা (২৮)-কে গ্রেফতার করে। তিনি আব্দুল মান্নান মোল্লার পুত্র, গ্রাম চন্দ্রপাড়া, থানা কচুয়া, জেলা বাগেরহাট।
র্যাব সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রাতে ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত কচুয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এস এম জাহিদুল ইসলাম মিন্টু (পিতা: মৃত আবু বকর) এর বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিন্টু ও তার স্ত্রী মিলি রানী মজুমদার (৩৫)-এর ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এস এম জাহিদুল ইসলাম মিন্টু মারা যান।
ঘটনার পর নিহত মিন্টুর বোন বাদী হয়ে কচুয়া থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি জিহাদ মোল্লাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে, বলে জানিয়েছে র্যাব।