
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জিসান
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর গ্রামে পল্লী বিদ্যুৎ বিভাগের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর গভীর রাতে। এ ঘটনায় স্থানীয় শ্রমিক স্বাবলম্বী মোঃ আব্দুল মোতালেব (৭০) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাত আনুমানিক ৩টার দিকে মোতালেবের বাড়ির পাশের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার (মিটার নং ৫০০৫৩৯৮) চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া ট্রান্সফরমারটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
ঘটনার সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান ট্রান্সফরমারটি উধাও। সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
অভিযোগকারী মোতালেব জানান, চুরির ঘটনার পর থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, ফলে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্তাধীন। দোষীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”