
আহাম্মেদ সাব্বির, বুটেক্স প্রতিনিধিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক “গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার ও আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,
“ড. আব্বাস যে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন, তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কাজ ‘ডিকার্বনাইজিং অ্যান্ড ওয়েট প্রসেস’ নিয়ে, যা ব্যবহারিক ও সময়োপযোগী। এটি বাস্তবায়ন হলে দেশের টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটবে।”

ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার বলেন,
“ড. আব্বাসের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত নয়; এটি বুটেক্স তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তিনি যেমন জ্ঞানী, তেমনি বিনয়ী — যা তরুণ গবেষকদের অনুপ্রেরণা জোগাবে।”
ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম বলেন,
“ড. আব্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁর মতো মানুষ থাকলে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হবে।”
ড. আব্বাস উদ্দিন শায়ক তাঁর বক্তব্যে বলেন,
“অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নয়, বরং সমাজের প্রয়োজন মেটাতে কাজ করতে হয়। তবেই প্রকৃত অর্থে স্বীকৃতি আসে। আমার লক্ষ্য টেক্সটাইল শিল্পকে পরিবেশবান্ধব ও কার্বনমুক্ত করা।”
বুটেক্সে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনারতিনি আরও জানান, ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ প্রতিষ্ঠিত হয়েছে প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ ও টেক্সটাইল শিল্পের দূষণ কমানোর উদ্দেশ্যে।বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের নেতৃত্বে ইমন ও সপ্তক

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন সমাপনী বক্তব্যে বলেন,
“এই অ্যাওয়ার্ড শুধু বিভাগের নয়, বরং সমগ্র বাংলাদেশের অর্জন। ড. আব্বাসের উদ্যোগে টেক্সটাইল খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
উল্লেখ্য, ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক “গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫”-এর বিশ্বের সেরা ১০ উদ্ভাবকের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২০ মে যুক্তরাজ্যের লন্ডনে তাঁর উদ্ভাবনী প্রকল্প ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তিনি ২৩ অক্টোবর ২০২৫ সুইডেনের ক্রাউন প্রিন্সেসের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।