
জামিরুল হক সুজন
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীর নামুড়ি বাজার এলাকায় সার পাচার ঠেকাতে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে উদ্ধার হলো ১৪ বস্তা সার। বুধবার রাতে বাজারের একটি গোপন স্থান থেকে এসব সার পাচারের প্রমাণ পেয়ে এলাকাবাসী বাধা দেয় এবং সারগুলো জব্দ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সারগুলো বৃহস্পতিবার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। এতে প্রকৃত কৃষকরা ন্যায্য দামে সার পাওয়ার সুযোগ পাবে এবং কালোবাজারি দমনেও সহায়তা হবে।
এলাকাবাসী মনে করছেন, স্থানীয়দের সতর্ক নজরদারি বৃদ্ধি পেলে সার পাচারসহ অনিয়ম অনেকাংশেই কমে আসবে।পানছড়ি (লোগাং জোন) ৩ বিজিবি কতৃক অবৈধ গোলকাঠ জব্দ