
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপি নেতা দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার এবং জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। রাতের একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
এ সময় আব্দুল জলিলের অনুসারীরা আব্দুর রউফের বাড়িতে হামলা চালায়। পরে পাল্টা প্রতিক্রিয়ায় রউফপক্ষ জলিলের সমর্থকদের ওপর চড়াও হয়ে কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জে ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০