
আহাম্মেদ সাব্বির, বুটেক্স প্রতিনিধিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী স্পিনার্স ফিয়েস্তা ৩.০ উৎসব জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। শিল্প–শিক্ষার সমন্বয়, প্রযুক্তি শিক্ষার প্রসার, সৃজনশীলতা এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে ওঠে এই আয়োজন।
৫ নভেম্বর ফুটসাল টুর্নামেন্টের মধ্য দিয়ে স্পিনার্স ফিয়েস্তার উদ্বোধন হয়। প্রতিযোগিতায় রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে ৪৭তম ব্যাচ চ্যাম্পিয়ন হয়। পরদিন আরডুইনো প্রজেক্ট প্রতিযোগিতা ও ইনডোর গেমস অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি জ্ঞান ও সহশিক্ষা কার্যক্রমে তাদের দক্ষতা তুলে ধরে। আরডুইনো প্রতিযোগিতায় এরর ৪০৪, এক্স ওয়াই জেড ও শর্ট সার্কিট দল প্রথম তিনটি স্থান অর্জন করে। দাবা, ডার্ট ও ই-ফুটবলে শিক্ষার্থীরা চ্যালেঞ্জিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা ও মনোযোগের পরিচয় দেয়।
৭ নভেম্বর অনুষ্ঠানের সবচেয়ে ব্যস্ততম দিন ছিল। সকালে কুইজ কার্নিভালের পর অনুষ্ঠিত হয় শিল্প ও প্রযুক্তিনির্ভর গুরুত্বপূর্ণ সেমিনার, যেখানে স্পিনিং সেক্টরে ইন্ডাস্ট্রি ৪.০, অটোমেশন এবং ব্যয় দক্ষতা নিয়ে দিকনির্দেশনা দেন দেশের শীর্ষ শিল্পপতি ও বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের হাতে–কলমে শিল্প–জ্ঞান দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এসব মতামত মূল্যবান ভূমিকা রাখে। সন্ধ্যায় ওয়াল ম্যাগাজিন ও পোস্টার প্রেজেন্টেশন প্রদর্শিত হলে শিক্ষার্থীদের সৃজনশীলতা আরও উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তীতে পুরস্কার বিতরণী ও ৪৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো আয়োজনটির সফল সমাপ্তি টেনে দেয়।বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের নেতৃত্বে ইমন ও সপ্তক
ইভেন্টে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনসহ শিল্প ও একাডেমিয়ার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা স্পিনিং খাতে প্রযুক্তি, অটোমেশন, ব্যয় বিশ্লেষণ ও টেকসই শিল্প–উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বুটেক্স স্পিনার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, স্পিনার্স ফিয়েস্তা ৩.০ শুধুমাত্র একটি আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের শিল্প–সংযোগ, একাডেমিক জ্ঞান ও সৃজনশীলতা বিকাশের একটি বড় সুযোগ। তিন দিনব্যাপী নানা আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে।
এই উৎসব ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একতা, সৃজনশীলতা ও শিল্প–চিন্তার বিকাশ ঘটিয়ে বুটেক্স ক্যাম্পাসে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।বুটেক্স ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি জিয়ান, সাধারণ সম্পাদক পাবেল