
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী আয়োজনটি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। দিবসটি উপলক্ষে সকালে ক্যাম্পাসজুড়ে ছিল সাজসাজ রব এবং অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিভিন্ন স্পট।
সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হওয়ার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালি শেষে একাডেমিক ভবন–৩ এর সামনে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় রিফ্রেশমেন্ট সেশন ও বিজনেস কেস প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করে হিসাববিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আখতার। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তাঁরা সবাই হিসাববিজ্ঞানের ক্রমবর্ধমান গুরুত্ব, পেশাগত দক্ষতা উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সুযোগ নিয়ে বক্তব্য দেন।
প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়। ১৪৯৪ সালের এই দিনে ইতালীয় গণিতবিদ লুকা দি পাসিওলি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশ করেছিলেন, যেখানে আধুনিক হিসাববিজ্ঞানের ভিত্তি হিসেবে পরিচিত ডাবল এন্ট্রি বুককিপিং পদ্ধতি উপস্থাপন করা হয়। এ কারণে তাঁকে আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বজুড়ে এ দিবসটি হিসাববিদদের অবদান স্বীকৃতি ও তরুণদের এ পেশায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পালিত হয়ে আসছে।
মাভাবিপ্রবির আয়োজক কমিটির আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মো. আব্দুল কুদ্দুস জানান, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন, পেশাগত চাহিদা বোঝা এবং হিসাববিজ্ঞানের গুরুত্ব উপলব্ধি করানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। দিনের সব কার্যক্রম শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে প্রথমবারের মতো মাভাবিপ্রবি, দেশের ১২তম অবস্থান