
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলন রোধে টানা অভিযানে গত ২৮ দিনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রশাসন। পাড় কাটাসহ ইজারাবিহীন এলাকা থেকে বালু উত্তোলন, পরিবহন এবং অবৈধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান ও নদী থেকে ৮টি বাল্কহেড রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে।
শনিবার রাত ৭টা ৪২ মিনিটে তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে (AC Land Tahirpur) প্রকাশিত এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে ‘জনসেবায় প্রশাসন’ শিরোনামে তিনি গত এক মাসের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন, শিভ মেশিন ও ড্রেজারের মতো নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার এবং পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে জেলা প্রশাসন কর্তৃক গঠিত টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত ৫৩টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। তাদের কঠোর নজরদারি ও তৎপরতায় নদীভিত্তিক অপরাধ চক্রের কর্মকাণ্ড ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
আরোও পড়ুন - তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৩ জনের কারাদণ্ড
স্ট্যাটাসে আরও বলা হয়, যাদুকাটা নদীতে অবৈধ কার্যকলাপ বন্ধে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অভিযানের নির্দিষ্ট কোনো সময় না থাকলেও অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভোর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে অপরাধীরা আইনশৃঙ্খলার বাইরে সুযোগ না পায়।
এছাড়া, স্থানীয় জনগণকে গুজব, ভ্রান্ত তথ্য বা মানহানিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রশাসনের চলমান উদ্যোগগুলোকে সমর্থন করার আহ্বান জানানো হয়। প্রশাসনের দাবি, জনসচেতনতা ও সহযোগিতা বাড়লে যাদুকাটা নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ আরও সহজ হবে।