
মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
চব্বিশের গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন। এই রায়ের খবর পীরগঞ্জে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ঠাকুর গাঁও পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার বিকেলে পূর্ব চৌরাস্তা থেকে পশ্চিম চৌরাস্তা পর্যন্ত আনন্দ মিছিলের আয়োজন করেন। মিছিলের সময় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নেতাকর্মীরা রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
আনন্দ মিছিলের মাধ্যমে উপস্থিত নেতাকর্মীরা জানায়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এই রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত। তারা ভবিষ্যতেও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মিছিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও যুব সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল, জিয়া সাইবার ফোর্স এবং স্থানীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ হাসানুল আল বান্না, সিনিয়র যুবদল সভাপতি নুর আলম সিদ্দিক কনক, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, জিয়া সাইবার ফোর্স আহবায়ক, জেলা ও উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সাবেক সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ও জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব মোঃ শরীফ, সাবেক ছাত্রদল আহবায়ক মোঃ মেজবাউল পারভেজ সূর্য এবং আরও অনেকে।
মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের গণতন্ত্র রক্ষায় অব্যাহতভাবে সক্রিয় থাকার সংকল্প ব্যক্ত করেন। পুরো আয়োজনটি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপদ ও সংগঠিতভাবে সম্পন্ন হয়।