
মাজহারুল ইসলাম বাদলঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য মশাল মিছিল আয়োজন করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে পুরো পৌর এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে আলিয়াবাদ গোলচত্বরে মিছিলের সূচনা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান উপজেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নান সংগঠনের গুরুত্বপূর্ণ কমিটি গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন মাঠে না থাকা একজন নেতাকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীদের মনোবল দুর্বল হয়ে পড়বে। বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে প্রার্থী নানাভাবে চাপ সৃষ্টি করে একটি ‘পকেট কমিটি’ গঠন করেছেন, যা তৃণমূলের মতামতের সাথে সাংঘর্ষিক।
নেতারা স্মরণ করিয়ে দেন যে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নবীনগর আসনে বিএনপির প্রার্থী ছিলেন কাজী নাজমুল হোসেন তাপস। দলীয় ত্যাগ, সংগ্রাম ও তৃণমূল জনপ্রিয়তার ভিত্তিতে তাঁকে পুনরায় বিবেচনা করা সময়ের দাবি বলেও তাঁরা উল্লেখ করেন। তাঁদের মতে, তাপস মাঠে আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মী পুনর্গঠন ও দলের সংকট মুহূর্তে দায়িত্ব পালন করে আসছেন, যা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরোও পড়ুন - নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিমি মানববন্ধন
সমাবেশে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি দাবি জানান, নবীনগরের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে ধানের শীষের প্রার্থী পুনর্বিবেচনা করা হোক। এতে দলের ভবিষ্যৎ সাংগঠনিক শক্তি ও নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে নেতারা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান এবং বলেন, দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। নবীনগরের রাজনীতিতে এই মশাল মিছিল নতুন আলোচনার সূত্রপাত করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।