
সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ছাতক উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সরকারি সেবা প্রতিষ্ঠান এবং ভূমি প্রশাসন সম্পর্কিত দপ্তরসমূহ দিনব্যাপী পরিদর্শন করেছেন। রবিবার ২৩ নভেম্বর অনুষ্ঠিত এই পরিদর্শন কার্যক্রমে তিনি জগঝাপ, পীরপুর, কালারুকা এবং নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন স্থানে চলমান সেবা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন পর্যবেক্ষণ করেন।
দিনের শুরুতে জেলা প্রশাসক জগঝাপ ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। ভূমি সেবা গ্রহণে জনগণের সুবিধা, অনলাইন আবেদন, নামজারি এবং ভূমি ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে পীরপুর ইউনিয়ন ভূমি অফিসেও একইভাবে সেবা মান, ডিজিটাল রেকর্ডপত্র ব্যবস্থাপনা এবং সেবাপ্রত্যাশীদের অভিযোগ-প্রস্তাব সম্পর্কে খোঁজ নেন।
এরপর তিনি কালারুকা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ইউনিয়ন পরিষদের সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সুবিধা এবং অনলাইন সেবার কার্যকারিতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। ডিজিটাল সেন্টারের সেবা গ্রহণে জনগণ যাতে আরও সহজে সংযুক্ত হতে পারে—এ বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
দিনব্যাপী এই পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরে নোয়ারাই ইউনিয়নের মাওড়া টিলা এলাকায় চলমান একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। প্রকল্পের কাজের অগ্রগতি, মান এবং সময়সূচি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরিদর্শন চলাকালীন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। উন্নয়ন কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও সরকারি সেবা আরও গতিশীল করতে প্রশাসনের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন স্থানীয় জনগণের কাছে ইতিবাচক বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।