
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিনের পরিবার আবারও নিরাপত্তাহীনতায় পড়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তার পরিবারকে হত্যার হুমকি থেকে শুরু করে বাড়িতে অগ্নিসংযোগের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধার ছোট ছেলে ও সরকারি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদের ব্যক্তিগত মুঠোফোনে একটি অজ্ঞাত রবি নাম্বার থেকে এই হুমকি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শেখ মোসলেম উদ্দিন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাকে ঘিরে কোনো ধরনের অভিযোগ কখনোই ওঠেনি। তার চার সন্তানই নিজেদের যোগ্যতায় বিভিন্ন সরকারি দফতরে চাকরি করছেন। এর আগেও তার বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।
অভিযোগে মুক্তিযোদ্ধা জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও কখনো ব্যক্তিস্বার্থে ক্ষমতা ব্যবহার করেননি। বরং মানুষের কল্যাণে কাজ করেছেন। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তার পরিবারকে লক্ষ্য করে একটি চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গোষ্ঠী ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করে আসছে। তারা মোটা অংকের চাঁদা দাবি করে ব্যর্থ হলে নানা উপায়ে হয়রানি শুরু করে। তার দুই ছেলে ও তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়। পরবর্তীতে তদন্তে এসব মামলা ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় আদালত সেগুলো থেকে তাদের অব্যাহতি প্রদান করে।
মুক্তিযোদ্ধা আরও জানান, চাঁদাবাজ চক্রের নেতৃত্বে রয়েছেন স্থানীয় মাদক ব্যবসায়ী কেরামত আলী (পিতা: হেকমত আলী, গ্রাম: ডিংসাইপাড়া), এবং আরেক মাদক ব্যবসায়ী তাইজুল ইসলাম (পিতা: আক্কেল আলী, গ্রাম: যাত্রাপুর)। এই গোষ্ঠী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দিয়ে হুমকি পাঠাচ্ছে। তার দাবি, এটি পরিকল্পিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড যা তাদের পরিবারের শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে।
মুঠোফোনে সাম্প্রতিক হুমকির পর পরিবারটি চরম আতঙ্কে রয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিতকরণ ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।