
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ
রাজশাহীর তালাইমারী মোড়ে অবস্থিত আরডিএ কমপ্লেক্স ভবনকে জাতীয় পর্যায়ের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিতে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত এই বহুমুখী স্থাপনাটি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটির মূল উদ্দেশ্য ছিল ইতিহাস সংরক্ষণ, মুক্তিযুদ্ধ ও বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যসহ জুলাই অভ্যুত্থানের তথ্য উপস্থাপন এবং গবেষণা কার্যক্রমে ব্যবহৃত হওয়া। কিন্তু লিজ প্রদানের মাধ্যমে ভবনটি তার নির্ধারিত লক্ষ্য থেকে সরে গেছে, যা নগরবাসীর প্রত্যাশার বিরুদ্ধে গেছে বলে মত দেন বক্তারা।
শনিবার সকাল সাড়ে ১১টায় ভবনটির প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক, আইনজীবীসহ সাধারণ মানুষ অংশ নেন। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আন্দোলনের আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তালাইমারী ও মতিহার চত্বর রাজশাহীর রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান। জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে এখানকার ভূমিকা অপরিসীম। তাই এই এলাকায় নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি ইতিহাস চর্চা, গবেষণা, সংগ্রহশালা নির্মাণ, আর্কাইভ সংরক্ষণ, প্রদর্শনী আয়োজন এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত উপযোগী। তারা আরও বলেন, ভবনটিকে একটি বহুমাত্রিক সাংস্কৃতিক কমপ্লেক্সে পরিণত করা হলে এতে লাইব্রেরি, নাট্যশালা, আর্ট গ্যালারি, মুক্তমঞ্চ, মিউজিয়াম ও আধুনিক পার্কিং সুবিধা যুক্ত করা সম্ভব। এতে শিক্ষার্থী, গবেষক, সংস্কৃতি কর্মী এবং সাধারণ মানুষ দেশের ইতিহাস ও শেকড় সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
বক্তাদের দাবি, ভবনটিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তারা অবিলম্বে লিজ বাতিল করে ভবনটি তার মূল উদ্দেশ্যে পুনর্গঠন করার আহ্বান জানান। মানববন্ধনে সতর্ক করে বলা হয়—যদি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হোসেন আলী পিয়ারা, নারী নেত্রী ঈশিতা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাদিম সিনা, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. রানাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।