
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RCHSCAA)–এর ২০২৫-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্যানেল ক—তুষার–কাকলী–তাসু পরিষদ—আধুনিক, দক্ষ ও পরিকল্পনা–নির্ভর একটি সাংগঠনিক কাঠামো গঠনের প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা প্রকাশ করেছে। সমসাময়িক চাহিদা, অভিজ্ঞতা এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে তারা একটি বৈচিত্র্যময় টিম গঠন করেছে বলে পরিচিতি সভায় জানানো হয়।
প্যানেলটিতে ১৯৭৫ থেকে ২০১৩ সালের ব্যাচের সদস্যরা অন্তর্ভুক্ত থাকায় বিভিন্ন প্রজন্মের অভিজ্ঞতা, পেশাগত সাফল্য ও নেতৃত্বগুণ একই প্ল্যাটফর্মে একীভূত হয়েছে। প্যানেলটির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান (তুষার), যিনি তার কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনের ভবিষ্যৎ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়েছেন।
তাদের উপস্থাপিত রূপরেখায় দেখা যায়, ডাক্তার, প্রকৌশলী, উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাহিত্য–সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, সমাজসেবক এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ এই প্যানেলে যুক্ত হয়েছেন। ফলে সংগঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেটওয়ার্ক, নীতি–পরিকল্পনা এবং বাস্তবায়ন সক্ষমতা একই দলে পাওয়া যাবে বলে দাবি প্যানেলটির।
কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকার যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে প্যানেল ক জানায়, ঢাকায় নীতি–নির্ধারণ, সরকারি দপ্তর, সরকারি-বেসরকারি সংযোগ এবং প্রভাবের বিষয়টি বিবেচনায় রেখে তাদের টিমের প্রায় অর্ধেক সদস্য রাজধানী থেকে মনোনীত করা হয়েছে। এতে সংগঠনের সারাদেশব্যাপী কার্যক্রম আরও সুসংহত হবে বলে তারা মনে করেন।
প্যানেল ক-এর দাবি, কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে এমন সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি তার নিজ পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্বটি দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন। তাদের মতে, বাস্তব অভিজ্ঞতা ও কাজের প্রয়োজনীয়তার সমন্বয় এই প্যানেলকে অন্যান্যদের তুলনায় স্বতন্ত্র করে তুলেছে।
টিমের পরিচিতি সভায় উপস্থিত সদস্যদের উষ্ণ সাড়া পাওয়ার কথা জানিয়ে প্যানেল ক আশাবাদ ব্যক্ত করে যে, রাজশাহীতেও একই ধরণের ইতিবাচক সমর্থন মিলবে। তারা মনে করে এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়; বরং এটি সংগঠনের পরবর্তী তিন বছরের পরিকল্পনা, কাঠামোগত উন্নয়ন ও নতুন সম্ভাবনার ভিত্তি স্থাপন।
সভায় অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে প্যানেলটি দায়িত্বশীল ও আধুনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে সচেতন ভোটের আহ্বান জানায়।