
সেলিম মাহবুবঃ
ছাতক পৌরসভার ফকিরটিলা গ্রামে সমাজসেবামূলক একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সম্প্রতি স্থানীয় গুণী ব্যক্তি হাজী ওয়াহাব আলী সাহেবের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে “হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এতে গ্রামবাসী, মুরব্বি, যুবসমাজ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মো. কয়েস মিয়া ফাউন্ডেশনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ফাউন্ডেশন মূলত সমাজসেবা, অসহায় ও দরিদ্রদের সহায়তা এবং স্থানীয় উন্নয়নের কাজ করবে। এছাড়াও ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সভা পরিচালনা করেন জামাল মিয়া এবং সভাপতিত্ব করেন গ্রামের মুরব্বি কুতুব উদ্দিন আহমেদ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সৌরভ সালেহিন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বক্তার মিয়া, সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সদ্য সাবেক কাউন্সিলর হাজী নাজিমুল হক, শাহ মইনুল হাসান, ফকিরটিলা শাহজালাল (রঃ) জামে মসজিদের ইমাম মাওলানা মাসুক মিয়া এবং স্থানীয় জাবেদ কাওসার টুনু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ফারুক মিয়া, হবিবুল হক, ইমতিয়াজ আলী, সোনাফর আলী, হোসেন আলী, শাহ বাহারুল হক, কবির মিয়া, নুরুল হক, ইমরান হাসান, সিদ্দিকুর রহমান, খলিল মিয়া ও মনসুর আহমেদ প্রমুখসহ গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও যুবসমাজ ও ছাত্র সমাজ ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কার্যক্রমে সমর্থন জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভা শেষে ফাউন্ডেশনের সার্বিক উন্নতি, স্থানীয় জনগণের কল্যাণ এবং দেশের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফকিরটিলা কেন্দ্রীয় মসজিদের ইমাম শামিম আহমদ খান। এই উদ্যোগ ছাতকের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।