
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা থানাধীন নিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে গোপন তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ নিতপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে সীমান্ত এলাকায় এস আই পি ও আর আই বি সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। টহল দলের নেতৃত্বে ছিলেন নং ৬২৫৫৯ হাবিলদার মোঃ মিজানুর রহমান। সীমান্ত মেন পিলার ২৩০/৫৩ আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবরের আমবাগান এলাকায় অভিযান পরিচালিত হয়।
গোপন সূত্রের তথ্য পাওয়ার পর টহল দল নির্ধারিত স্থানে পৌঁছালে একদল চোরাকারবারী পালানোর চেষ্টা করে। এ সময় দ্রুত অভিযানে অংশ নিয়ে দুই জনকে আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলো— বাবুল আক্তার (৩১), পিতা মোঃ মুনসুর আলী, গ্রাম নিতপুর মাষ্টার পাড়া এবং শাওন আক্তার (২৮), পিতা মোঃ মুনজুর হোসেন, গ্রাম নিতপুর বাঙ্গালপাড়া। উভয়েই পোরশা থানার স্থানীয় বাসিন্দা।
আটকের পর তল্লাশি করে তাদের কাছ থেকে ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১৫০ টাকা ধরে জব্দ মাদকের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। ট্যাপেন্টাডল সাধারণত ব্যথা নাশক হিসেবে ব্যবহার হলেও চোরকারবারীরা এটিকে নেশা জাতীয় উপকরণ হিসেবে অবৈধভাবে বাংলাদেশে পাচার করে থাকে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক আসামি ও জব্দকৃত ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে পোরশা থানায় জমা দেওয়া হবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, নিতপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই ভারতীয় মাদকদ্রব্য পাচারের চক্র সক্রিয়। তবে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির কারণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কমে এসেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও বড় অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।