
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই প্রশিক্ষণে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, পানছড়ি উপজেলা দলের দলনেতা মো. খায়ের হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি চাকমা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্টের উপ-দলনেতা মো. শাহীন আলম, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের উপপ্রধান ইয়াছিন আরাফাত এবং যুব সদস্য সুমাইয়া আক্তার।
দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসার গুরুত্ব, দুর্ঘটনা মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের কৌশল, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানবিক সেবামূলক কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিটের অন্যান্য যুব সদস্যরাও।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করে তিনজনকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন— ৮ম শ্রেণির পন্থা চাকমা, ৭ম শ্রেণির উইটি চাকমা ও ৬ষ্ঠ শ্রেণির সৃজন চাকমা। এছাড়া বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট কিচেন টিমকে একটি তাবু উপহার দেওয়া হয়।
প্রধান অতিথি উৎপল কান্তি চাকমা বলেন, “যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিক গুণাবলির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণ তাদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”
সভাপতি মো. খায়ের হোসেন তার বক্তব্যে বলেন, “যুব রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করছে। সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও সচেতন স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”