
মুজাহিদ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মহাদেবপুরে সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার মামলার প্রধান আসামি কনকের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ প্রধান আসামি কনক এবং মামলার ৮ নম্বর আসামি মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, এ মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুইজন আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের আবেদন খারিজ করেন। এর আগে একই মামলায় আরও দুইজন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল।
ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে। ওই দিন ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাজু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে নওগাঁর সাংবাদিক সমাজ ধারাবাহিকভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সাংবাদিকরা এই মামলার ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছেন। আজ প্রধান আসামি কনকের জামিন আবেদন আদালত নামঞ্জুর করায় নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট আদালতের এ আদেশকে স্বাগত জানিয়েছে এবং সন্তোষ প্রকাশ করেছে।
সাংবাদিক সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার ন্যায়বিচার হলে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাহস বাড়বে। এ মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।