
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ও রিমান্ডের আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম মিয়া, এসআই গোলাম সারোয়ার, এসআই রেজাউল, এসআই শরীফুল, এএসআই বিশ্বজিৎ, এএসআই তোহা, এএসআই আরিফসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ছাতক থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানে ছাতক থানার সিআর-৭৫/২৫ (ছাতক) এর ওয়ারেন্টভুক্ত আসামীদের মধ্যে গ্রেফতার করা হয়েছে —
১. কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত রিয়াছদ আলীর পুত্র হায়দর আলী (৫২)
২. একই গ্রামের রহমত আলী (৪৮)
৩. হায়দর আলীর পুত্র সুলতান আলী (২৫)
৪. রেদোয়ান মিয়া (২০)
এছাড়া ছাতক থানার মামলা নং-২৪(৮)২০২৫ এর রিমান্ডের আসামী, সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুর রহমান (২৫)-কেও গ্রেফতার করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান সংক্রান্ত তথ্য স্থানীয়দের মধ্যে নিরাপত্তার আস্থা তৈরি করেছে। ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করার ফলে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন সাধারণ মানুষ।
পুলিশ জানায়, নিয়মিত ও বিশেষ অভিযানের মাধ্যমে ছাতক থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে। অপরাধীরা যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।