
দুবাইয়ে টাইগারদের প্রথম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, সাম্প্রতিক হার-জয়ের হিসাব ও পিচ মানিয়ে নেওয়াই চাবিকাঠি - নাজমুল হক প্রদীপ, ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়াটা টাইগারদের জন্য অত্যন্ত জরুরি।
গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হয়েছিল। আফগানিস্তানকে শ্রীলঙ্কা ৬ উইকেটে হারানোর পরই টাইগারদের সুপার ফোর নিশ্চিত হয়।
গত দুই মাসে বাংলাদেশের সঙ্গে চারবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে লঙ্কান দলের খেলার ধরন নিয়ে ভালো ধারণা রয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে জয় নিয়েছিল টাইগাররা। তবে এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারতে হয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ২১টি ম্যাচ হয়েছে; বাংলাদেশের জয় ৮টি, শ্রীলঙ্কার ১৩টি। এশিয়া কাপের টি-টোয়েন্টিতে দু’ দলের মধ্যে ১৮টি ম্যাচের হিসাব শ্রীলঙ্কার পক্ষে ১৫টি, বাংলাদেশের পক্ষে ৩টি। তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে তিনবার মুখোমুখি হলে শ্রীলঙ্কার জয় ১ বার, বাংলাদেশের জয় ২ বার।
সুপার ফোরের ম্যাচটি হবে দুবাইয়ের স্পোর্টিং উইকেটে। গ্রুপ পর্বে টাইগাররা সব ম্যাচই খেলেছে আবুধাবির ধীরগতির উইকেটে। তাই দুবাইয়ের পিচে মানিয়ে নেওয়াটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সঠিক মানিয়ে নেওয়ার মাধ্যমে টাইগাররা ইতিবাচক ফল আশা করতে পারে।