
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সাংবাদিক সমাজে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সৌহার্দ্য সমাবেশে জেলার প্রায় আটটি সাংবাদিক সংগঠন উপস্থিত থাকলেও একটি সংগঠনকে বিশেষভাবে সম্মান জানানো হয়। একই অভিযোগ করা হয় সরকারি বিজ্ঞাপন বণ্টনসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে একটি সংগঠনকে প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে। সাংবাদিক নেতাদের মতে, এ ধরনের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাগত স্বাধীনতার পরিপন্থী এবং বৃহত্তর সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও বিভেদ তৈরি করছে।
স্মারকলিপিতে চারটি দাবিও উত্থাপন করা হয়—
১. সাংবাদিকদের বাদ দিয়ে প্রশাসনের কোনো অনুষ্ঠান বা সভা আয়োজন করা যাবে না।
২. সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ বন্ধ করে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
৩. সরকারি সুযোগ-সুবিধা বণ্টন ও প্রেসক্লাব ভবনের ব্যবস্থাপনায় নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটকে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. সরকারি সভা-সমাবেশ, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় এই ঐক্যজোটের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের পাঁচটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের প্রতি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।