
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী স্থানীয় মানুষের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে নদীটি এক অবহেলিত স্রোতধারায় পরিণত হয়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই নদীর পানি দ্রুত ফুলে ওঠে এবং ভাঙন ও প্রবল স্রোতে নদীর দুই পাড়ের মানুষ আতঙ্কে দিন কাটান। ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ে যায়, পরিবারগুলোকে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হয়।
শুষ্ক মৌসুমে পরিস্থিতি হয় সম্পূর্ণ উল্টো। নদীর বুকে পানি না থাকায় চারপাশের কৃষিজমি ধু-ধু বালুচরে পরিণত হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানির অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হয় এবং ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হয়ে লোকসানের মুখে পড়তে হয়।
এলাকাবাসীর মতে, নদী খননই হতে পারে এ সমস্যার স্থায়ী সমাধান। খননের মাধ্যমে নদীর পানি ধারণক্ষমতা বৃদ্ধি পেলে বর্ষায় বন্যা-ভাঙনের ঝুঁকি কমবে এবং সারা বছর পানি ধরে রাখা সম্ভব হলে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
স্থানীয় বিশেষজ্ঞ ও কৃষি কর্মকর্তারা বলছেন, ছোট যমুনা নদী খনন শুধু কৃষকদের স্বস্তিই ফিরিয়ে আনবে না, গ্রামীণ জীবনে নিরাপত্তা ও স্থিতিও আনবে। তাই এলাকাবাসী দ্রুত নদী খননের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।