
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ছাতক থানা প্রাঙ্গণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে গ্রাম পুলিশের দফাদার ও চৌকিদাররা এ প্যারেডে অংশ নেন। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে—সে বিষয়ে প্যারেডে উপস্থিতদের নির্দেশনা দেওয়া হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের। এছাড়া ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাম পুলিশদেরকে দায়িত্বপালনের সময় সতর্ক থাকার পাশাপাশি পূজামণ্ডপে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের বলেন, “দুর্গাপূজায় পূজামণ্ডপে বিপুল সংখ্যক মানুষ সমাগম হয়। তাই গ্রাম পুলিশদের দায়িত্ব আরও বেড়ে যায়। সকলকে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
ওসি সফিকুল ইসলাম খান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্যারেডে গ্রাম পুলিশদের মনোবল ও দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেসব জায়গায় বাড়তি সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্যারেড শেষে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত কর্মকর্তারা পূজা চলাকালীন জরুরি ফোন নম্বর, টহল শিডিউল এবং দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট করে দেন।
এর ফলে স্থানীয়রা আশা করছেন, পূজামণ্ডপে এ বছরও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।