
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামে নলকূপ (টিউবওয়েল) বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে একজন ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দিলোয়ার হোসেন বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, দিলোয়ার হোসেন একজন গরীব ও অসহায় মানুষ। বাড়িতে বিশুদ্ধ পানির জন্য কোনো নলকূপ না থাকায় কিছুদিন আগে তিনি ইউনিয়ন পরিষদে আবেদন করেন। অভিযোগ অনুযায়ী ইউপি সদস্য ও স্থানীয় জামায়াত নেতা ইয়াকুব মেম্বার তার কাছে বারো হাজার টাকা দাবি করেন। পরে দিলোয়ার টাকা দেন এবং তার নামে একটি টিউবওয়েল বরাদ্দ হয়। কিন্তু পরে দেখা যায়, সেই বরাদ্দকৃত টিউবওয়েলটি ইউপি সদস্যের চাচা কালাম মিয়ার বাড়িতে স্থাপন করা হয়েছে।
দিলোয়ার জানান, উপজেলা অফিস থেকে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার বাড়িতে কোনো টিউবওয়েল বসানো হয়নি। পরে বিষয়টি জানতে চাইলে ইউপি সদস্য ইয়াকুব মিয়া তাকে হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় নিজের টিউবওয়েল পুনরায় পাওয়ার এবং ইউপি সদস্যের বিচার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, আমার ওয়ার্ডে দু’টি টিউবওয়েল বরাদ্দ পাওয়া গেছে। ভুলবশত একটি টিউবওয়েল অন্যত্র বসানো হয়েছে। চেয়ারম্যান সাহেব বিষয়টির সমাধান করবেন বলে জানিয়েছেন। তিনি দাবি করেন, তিনি কারো কাছ থেকে টাকা নেননি বা হুমকি দেননি।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার সকল ইউপি সদস্যদের নিয়ে বসে সমাধান করবেন।
তাহিরপুর উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বলেন, একজনের নামে বরাদ্দকৃত নলকূপ অন্যজনের বাড়িতে বসানোর সুযোগ নেই। অভিযোগ সত্য হলে বরাদ্দ বাতিল করে যার নামে বরাদ্দ তার বাড়িতে নলকূপ বসানোর ব্যবস্থা নেওয়া হবে।