
সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন আয়োজন এবং আরও ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জামায়াতে ইসলামী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় জিরোপয়েন্ট কপালীমোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নওগাঁ জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামের আমির সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, “জাতীয় সনদে ঘোষিত নির্দেশনার আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জনতার দাবি ক্রমেই জোরদার হচ্ছে। জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলার নায়েবে আমির মোঃ আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মোঃ ইয়াদুল ইসলাম, ওলামা মাশায়েখ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, রোকন মোঃ বজলুর রশিদ প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন জামাতের আমির মোঃ সাগর আলী এবং পরিচালনা করেন জামাতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতি রোধে জাতীয় সনদে ঘোষিত ৫ দফা দাবির কোনো বিকল্প নেই। তারা স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলনকে জোরদার করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।