
শাহরিয়ার শাকিল, বড়লেখা থেকে:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব ৯-এর কর্মকর্তারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
রাধাকৃষ্ণ মন্দির (হাটবন্দ), উদ্ধব ঠাকুরের আখড়া (পাখিওয়ালা), কালাচাঁদ ঠাকুর মন্দির (লগাটি দাসের বাজার), বাংলাবাজার সার্বজনীন দুর্গা মন্দির, অনন্ত ঠাকুরের মন্দির (পাবিজুরিপার)সহ বড়লেখা উপজেলার উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলোতে যান র্যাব ৯, সিপিসি–২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের কর্মকর্তারা।
র্যাব ৯-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিদর্শন চলাকালে সঙ্গে ছিলেন এসআই মোঃ লোকমান হোসেন, সমাজসেবক ছাদিকুর রহমান, বড়লেখা পৌরসভা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উজ্জ্বল গোস প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ও উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় পূজা উদযাপন কমিটি এবং সামাজিক সংগঠনগুলো র্যাব ৯-এর এই উদ্যোগকে স্বাগত জানায়।
বড়লেখা পূজা মণ্ডপ পরিদর্শনের গুরুত্ব:
র্যাব ৯-এর কর্মকর্তারা জানান, পূজামণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই তাদের এ পরিদর্শন। এতে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন হবে।