
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪৩তম খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই খেলায় একতা যুব সংঘ বনাম ডিএসটি স্পোর্টিং ক্লাব লাউড়েরগড়ের মধ্যে সুপার সিক্সের প্রথম ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় নেতা কামরুজ্জামান কামরুল।
হাজারো দর্শকের উপস্থিতিতে তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমি সব সময় ঋণী। আমি আপনাদের তৈরি কামরুল, সারাজীবন এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, “আজ আমার পাশে বসে আছেন আমার রাজনৈতিক গুরু প্রয়াত নজির হোসেন সাহেবের সহধর্মিণী, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির।”
কামরুজ্জামান কামরুল বলেন, নজির হোসেন সাহেব এ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করেছেন। “আমি যদি দলীয় মনোনয়ন পাই, আপনাদের সহযোগিতায় তার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করব,” যোগ করেন তিনি।
বিশেষ অতিথি সালমা নজির বলেন, “হাজারো মানুষের ভালোবাসা আমাকে আজ আবেগাপ্লুত করেছে। আমার স্বামী প্রয়াত নজির হোসেন এমপি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের কথা ভাবতেন। তিনি তিনটি পোর্ট চালু করেছিলেন যাতে ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তার শেষ ইচ্ছা ছিল নদীকেন্দ্রিক নৌ-পোর্ট খোলা যাতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়।” তিনি প্রতিশ্রুতি দেন, “আমি যদি মনোনয়ন পাই, আপনাদের সঙ্গে নিয়ে আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্য চান মিয়া মাষ্টার, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী, যুগ্ম আহ্বায়ক নজরুল শিকদার, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনাম তালুকদার, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির মিয়া, বিএনপি নেতা এসকে সফিক, সমাজসেবক আবুল হোসেন, যুবদল নেতা আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুন্না এবং ছাত্রদল নেতা রাহুল, রাব্বি, ওহি প্রমুখ।