
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ও রবিবার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্য এবং চোরাচালান সামগ্রীসহ তাদের আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ছাতক থানার এসআই মোফাখখারুল ইসলাম ও এসআই গোলাম সারোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে নামে। এ সময় থানার মামলা নং-২৮, তারিখ ২২/০৭/২০২৫ খ্রি., ধারা The Special Powers Act, 1974 (Section 15/3/25D) এর এক সন্দেহভাজন আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে একই রাতে এসআই সিকান্দার আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ছাতক পৌর শহরের মধ্যেবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ইসলামপুর ইউনিয়নের মৌলভীরগাঁও (গনেশপুর) গ্রামের মৃত মফিজ আলীর পুত্র তাজুল ইসলামকে ভারতীয় ৩৭৫ মিলি আকারের ১৫ বোতল এসি ব্ল্যাক মদসহ আটক করে পুলিশ। এর আনুমানিক বাজারমূল্য ২২,৫০০ টাকা এবং তার বিরুদ্ধে মাদক মামলা (নং-৪০) দায়ের করা হয়েছে।
অন্য অভিযানে এসআই সাদেক ও এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে মোগলপাড়া মহল্লা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি খয়রুল আলম (৫৫), পিতা মকবুল আলী, সিআর-৫৫৭/২০২৪ (ছাতক) এর আসামিকে গ্রেফতার করা হয়।
রবিবার রাতের অপর এক অভিযানে এসআই (নিঃ) আখতারুজ্জামান থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল টহল ডিউটির সময় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের হরিনগর সাকিনস্থ মৃত আব্দুল আহাদ ওরফে লালা মিয়ার পুত্র মো. ফুল মিয়া (২৮) কে তার নিজ ঘর থেকে ৪২,০০০ পিস সেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের বিড়িসহ আটক করে পুলিশ। যার বাজারমূল্য প্রায় ৬৭,২০০ টাকা এবং তার বিরুদ্ধে চোরাচালান মামলা (নং-৪১) দায়ের করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “উল্লেখিত চারজন আসামিকে যথাযথভাবে পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”