
নিজস্ব প্রতিবেদক :- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিক নেতাকর্মী নিয়ে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফর্ম পুরন করে জমা দেন।
মনোনয়ন ফর্ম পুরন করেন, বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি জহিরুল ইসলাম।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নাইম রাজ বলেন, আমরা হাসান ভাইয়ের হাত ধরে রাজনীতি শিখেছি। হাসান ভাইয়ের হাতেই বরিশাল জেলা সুসংগঠিত হয়েছে। আমরা কেন্দ্রের কাছে আবেদন করবো, হাসান ভাইকে নমিনেশন দেওয়ার জন্য।
বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি আল আমিন ডাকুয়া বলেন, আমরা ২০১৯ সাল থেকে হাসান ভাইয়ের সাথে কাধে কাধ মিলিয়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। দল অবশ্যই হাসান ভাইকে নমিনেশন দিবেন। বরিশালের সর্বোচ্চ ত্যাগী নেতা হাসান ভাই। আমরা হাসান ভাইয়ের সাথে আছি ইনশাআল্লাহ।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেন, এই পর্যন্ত যতগুলো নমিনেশন ফর্ম বিক্রি করেছি, এইরকম আনন্দ মুখর পরিবেশ পাইনি। হাসান ভাইয়ের জন্য শুভকামনা।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সকলেই হাসান ভাইয়ের পক্ষে কাজ করার ঘোষণা দেন। কার্যালয়ে হাসান ভাইকে নিয়ে সকলে শ্লোগান দেন।
মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরে উপস্থিত নেতৃবৃন্দ আনন্দ উল্যাস করে মিষ্টি বিতরণ করেন।