লামায় তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ এমরান
লামা, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় নারী সমাজকে সচেতন, দক্ষ ও উন্নয়নমুখী করে তুলতে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধানগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী সমাজকে সামাজিক ও জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ দায়িত্ব পালনের উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার সরকারি বিভিন্ন সেবা ও সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করেন। তিনি টাইফয়েড ভ্যাকসিন, নতুন কুঁড়ি-২০২৫ এর সময় বৃদ্ধি, জন্মনিবন্ধন কার্যক্রম, তথ্য অধিকার আইন, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং নারী সমাজকে ডিজিটাল বাংলাদেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নারী সমাবেশে বক্তারা মনে করেন, নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের নেতৃত্ব, শিক্ষা ও সচেতনতায় বিনিয়োগ করলে একটি বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে উঠবে।

এ ধরনের আয়োজন নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে বলে উপস্থিত অতিথিরা মত দেন।

লামায় তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৯, ২০২৫

মুহাম্মদ এমরান
লামা, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় নারী সমাজকে সচেতন, দক্ষ ও উন্নয়নমুখী করে তুলতে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধানগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী সমাজকে সামাজিক ও জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ দায়িত্ব পালনের উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার সরকারি বিভিন্ন সেবা ও সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করেন। তিনি টাইফয়েড ভ্যাকসিন, নতুন কুঁড়ি-২০২৫ এর সময় বৃদ্ধি, জন্মনিবন্ধন কার্যক্রম, তথ্য অধিকার আইন, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং নারী সমাজকে ডিজিটাল বাংলাদেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নারী সমাবেশে বক্তারা মনে করেন, নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের নেতৃত্ব, শিক্ষা ও সচেতনতায় বিনিয়োগ করলে একটি বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে উঠবে।

এ ধরনের আয়োজন নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে বলে উপস্থিত অতিথিরা মত দেন।