
বিনোদন প্রতিবেদক:
বাংলা সঙ্গীত অঙ্গনের দুই কিংবদন্তী শিল্পী খুরশিদ আলম ও লিনু বিল্লাহ প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নতুন গান “ভাই ও বন্ধু”-তে।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এই প্রজন্মের তরুণ ও মেধাবী সংগীত পরিচালক সম্রাট আহমেদ, আর গানের কথা লিখেছেন এফ এ মিউজিকের কর্ণধার শ্রদ্ধেয় ফারুক আনোয়ার।
আসছে ১২ই অক্টোবর (রবিবার), “ভাই ও বন্ধু” শিরোনামের গানটি এফ এ মিউজিকের ব্যানারে ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
গানটি নিয়ে গীতিকার ও প্রযোজনা প্রতিষ্ঠান এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন,
“লিনু বিল্লাহ ভাই ও খুরশিদ ভাইয়ের একটি স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যেই ‘ভাই ও বন্ধু’ গানটি লেখা ও প্রযোজনা করেছি। এটি আমাদের সঙ্গীত ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।”
অন্যদিকে, গানটির সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ জানান,
“গানটির কথা ছিল অসাধারণ। দুই কিংবদন্তী শিল্পীর সঙ্গে কাজ করাটা আমার জন্য গর্বের বিষয়। কিছুটা চ্যালেঞ্জিং হলেও আমার সংগীত পরিবারের অভিজ্ঞতাই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এই গানটির সুর ও সংগীত করতে।”
সংগীতপ্রেমীদের মতে, ২০২৫ সালেও এ ধরনের মেলোডিয়াস সুর ও আবেগময় কথার গান শ্রোতাদের মন জয় করবে।
সম্রাট আহমেদ সকল সংগীতপ্রেমীকে এফ এ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি শোনার অনুরোধ জানিয়েছেন।
গানটি ইতিমধ্যেই মুক্তির আগেই আলোচনায়, আর প্রকাশের পর এটি শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে বলে আশা করছেন সবাই।