
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় মাদক সেবনের সময় দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ২-৩ জন যুবক ওই বিদ্যালয়ের পাশে বসে মাদক সেবন করছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের চারদিক ঘিরে ফেলে এবং দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো— দক্ষিণ সাউথখালী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মিরাজুল (২০) এবং চালিতাবুনিয়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সজীব (১৯)।
এ সময় মাদকাসক্ত যুবকরা ও তাদের সহযোগীরা আটক প্রক্রিয়ায় বাধা দিলে স্থানীয় পাঁচজন আহত হন। আহতরা হলেন— চালিতাবুনিয়া গ্রামের শফিকুল ইসলাম (২৮), নাসিম খান (৩৫), রিয়াদুল হাওলাদার (৩০), রেদোয়ান (৩৬) ও গ্রাম পুলিশ রুবেল (৩৮)। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে এলাকায় একদল বখাটে যুবক ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করছে, এতে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছে।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”