
জিসান, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আদালত থেকে খালাস পেয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ভালুকার বাটারফ্লাই এলাকায় চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর দলীয় সিদ্ধান্তে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
পরে মামলাটির তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তারা অভিযোগের কোনো সত্যতা পাননি। তদন্তের ভিত্তিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (Final Report) দাখিল করলে, ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) ময়মনসিংহের বিজ্ঞ আমলি আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে অব্যাহতি (খালাস) প্রদান করেন।
রায়ের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী আনন্দ প্রকাশ করে দ্রুত তার দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে পুনর্বহালের দাবি জানান।
নেতাকর্মীরা বলেন,
“ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সবসময় দল ও সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তদন্তে তার নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে দ্রুত পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনাই ন্যায়সংগত হবে।”
স্থানীয় রাজনীতিতে এই রায়কে বিএনপি নেতাকর্মীদের জন্য এক “স্বস্তির খবর” হিসেবে দেখা হচ্ছে।