
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি সংবাদদাতা:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইভটিজিংয়ের একটি অভিযোগ তদন্তে সাংবাদিকের প্রতি অশোভন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক নারী শিক্ষার্থী কর্তৃক প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দাখিলের পর।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগে উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় মান্নান হলের সামনে ছবি তোলার সময় বিজিই বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদ তার এবং তার সহপাঠীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। কথার একপর্যায়ে শাহেদ আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ফোনে অন্যদের ডেকে আনেন। পরে ঘটনাস্থলে এসে কয়েকজন শিক্ষার্থীও অশোভন আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ আছে।
ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন,
“আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে নিয়ে নানা মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে। আমি প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি এবং সুষ্ঠু বিচার ও নিরাপত্তা প্রত্যাশা করছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন,
“আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভিসি স্যারের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হবে। নারী শিক্ষার্থীরা সবসময় ক্যাম্পাসে নিরাপদ—এ ব্যাপারে আমরা সতর্ক আছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পরদিন অভিযুক্ত শিক্ষার্থী শাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে হাসপাতালে দেখতে গিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার মাভাবিপ্রবি প্রতিনিধি তথ্য সংগ্রহের সময় অভিযুক্তের সহপাঠীদের দ্বারা অশোভন আচরণ ও হুমকির শিকার হন বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করতে হয়।