
সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সারাইগাছী ও গাঙ্গুলিয়া বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আহমদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মোঃ সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি;
মোঃ মোদাচ্ছের রহমান, সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি ও সভাপতি ঘাটনগর ইউনিয়ন বিএনপি;
মোঃ নুরুল ইসলাম মাষ্টার, সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি;
মোঃ রোমজান আলী, সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি;
আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি;
মোঃ বশির শাহ, ২নং সাংগঠনিক সম্পাদক পোরশা উপজেলা বিএনপি;
মোঃ নুর আহমেদ, সভাপতি গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি;
মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাপাহার সদর ইউনিয়ন বিএনপি;
মোঃ শপিনুর, সাধারণ সম্পাদক ছাওড় ইউনিয়ন বিএনপি;
মোঃ রফিকুল ইসলাম গামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পোরশা উপজেলা বিএনপি;
মোঃ মাহবুব জামান শাহ চৌধুরী, দপ্তর সম্পাদক পোরশা উপজেলা বিএনপি;
মোঃ আঃ হাদি শাহ চৌধুরী, কোষাধ্যক্ষ পোরশা উপজেলা বিএনপি;
মোঃ মজদুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক;
মোঃ তরিকুল ইসলাম বকুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক;
মোঃ ছেলিম রেজা, সাধারণ সম্পাদক কৃষক দল পোরশা উপজেলা;
মোঃ বাবুল, সভাপতি মশিদপুর ইউনিয়ন কৃষক দল;
মোঃ আঃ রশিদ, সভাপতি কৃষক দল গাঙ্গুরিয়া ইউনিয়ন;
মোঃ মিজানুর রহমান, আহ্বায়ক সদস্য জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা;
এছাড়াও বিএনপি নেতাকর্মী মোঃ আঃ রশিদ শাহ ও মোঃ বশির আহাম্মেদ শাহ উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।