
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশঁডর গ্রামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ তিন সন্তানের মা রোকসানা বেগম (২৫) উধাও হয়েছেন। পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্বামী মোঃ দুলাল মিয়া। ঘটনা অনুযায়ী, তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকসানা বেগম গত ১০ বছর পূর্বে মুদি ব্যবসায়ী মোঃ দুলাল মিয়ার সঙ্গে বিবাহিত হন। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। স্বাভাবিকভাবে চলছিল দাম্পত্য জীবন।
কিন্তু ব্যবসার জন্য কর্মচারী নিয়োগের সময় গ্রামের যুবক মেহেদী হাসান অপু (২২) রোকসানার জীবনে প্রবেশ করেন। অভিযোগ অনুসারে, মেহেদী হাসান অপু নানা প্রলোভন দেখিয়ে রোকসানাকে ফাঁদে ফেলে, যা সম্পর্কের অবৈধ প্রেমে পরিণত হয়।
মোঃ দুলাল মিয়া বলেন, তিনি বারবার রোকসানাকে সতর্ক করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ১২ অক্টোবর রাতে তার স্ত্রী এবং ওই কর্মচারী বাড়ি থেকে উধাও হয়। পরদিন সকালে ঘর তল্লাশি করলে দেখা যায়, নগদ ১ লাখ ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, দামী মোবাইল এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রও নেই।
এই ঘটনার পর তিন সন্তানসহ স্বামী দিশেহারা। তিনি বলেছেন, "আমি জানি না আমার স্ত্রী কোথায় আছে। প্রশাসন ও দেশের সকল নাগরিকের কাছে এই প্রতারণার বিচার চাই।"
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্তাধীন রয়েছে।